প্রকাশিত: Mon, Dec 25, 2023 11:53 PM
আপডেট: Tue, Jul 1, 2025 5:29 PM

[১]ফেনীতে রেললাইনের স্লিপারের ক্লিপ খুলে নেয়ার চেষ্টা

এমরান পাটোয়ারী, ফেনী : [২] ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

[৩] সোমবার  বেলা ১২টার সময় টহল দিচ্ছিল কয়েকজন আনসার সদস্য। তারা ফাজিলপুর রেল স্টেশনের দিকে টহল দেয়ার সময় ৩ অজ্ঞাত দুর্বৃত্ত ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের স্লিপারের ক্লিপ খুলছে বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা ধাওয়া করলে ৩ জন পালিয়ে যায়। এসময় আনসার সদস্যরা ১২টি স্লিপারের ক্লিপ খোলা দেখতে পেয়ে আনসার বাহিনী জেলা কমান্ড্যন্ট জানে আলম সুফিয়ানকে অবহিত করেন। 

[৪] ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট জানান, বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা ৩ জনকে ধাওয়া করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টহল বাড়াতে নির্দেশনা দিয়েছি। 

[৫] ফাজিলপুর রেল ষ্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, ১২টি স্লিপারের ক্লিপ খোলায় ট্রেন চলাচলে অসুবিধা হবে না। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

[৬] ফেনী রেলষ্টেশন মাস্টার মো. হারুন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সম্পাদনা : কামরুজ্জামান